- তিন জন আটক, মোটরসাইকেলের মালিক তিন দিনের রিমান্ডে
- রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ
- হামলাকারী দুই জন শনাক্ত, পাসপোর্ট ব্লক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী সন্ত্রাসী দুই জন কি দেশ ছেড়ে পালিয়ে গেছে? ঘুরেফিরে এই আলোচনা সামনে এসেছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে হাদির ওপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেফতার করে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পুলিশও বলছে, বৈধ পথে তারা দেশের বাইরে যেতে পারেনি। তবে অবৈধপথে গেছে কি না সেটা নিশ্চিত হতে শেরপুরের নালিতাবাড়ী এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের জিজ্ঞাসাবাদ করে হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন নজরুল ইসলাম।
হাদির ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ। এদের একজন হামলায় অংশ নেওয়া মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নান। তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এ রিমান্ড মঞ্জুর করে। ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আবদুল হান্নানকে আদালতে হাজির করে পুলিশ। রাজধানীর পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মোটরসাইকেলে হেলমেট পরা অজ্ঞাতনামা দুজন সন্ত্রাসী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিতে ওসমান হাদি গুরুতর জখম হন। র্যাব-২ ভিডিও ফুটেজ যাচাই করে মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানের বিষয়ে জানতে পারে। ঐ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি আসামি। আবেদনে আরা বলা হয়, আসামিদের ব্যবহূত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহসহ অবস্থান জানা, মূল রহস্য উদ্ঘাটন ও তথ্য-অর্থের সম্পর্ক সংগ্রহ এবং কোন স্থান থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করা হয়েছে, তার উত্স জানার জন্য পুলিশের নিজ হেফাজতে রেখে আবদুল হান্নানকে সাত দিন জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে আরো দুই জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম। পুলিশের দাবি, শেরপুর থেকে আটক দুজন (সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম) সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধপথে লোক পারাপার চক্রের সদস্য। তারা হাদির ওপর হামলাকারী ব্যক্তিকে সীমান্ত দিয়ে পার করতে পারে, এমন সন্দেহে তাদের আটক করে নিয়ে আসা হয়েছে।


