সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ স্মরণসভা আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মুসফিকা হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মী মির্জা হুমায়ূনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুসফিকা হোসেন বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। শহীদ বুদ্ধিজীবীদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


